মালদা

বিষাক্ত মাকড়সাকে ঘিড়ে ট্যারেন্টুলার আতঙ্ক এবার মালদা জেলার চাঁচল শহরে

বিষাক্ত মাকড়সাকে ঘিড়ে ট্যারেন্টুলার আতঙ্ক ছড়াল এবার মালদা জেলার চাঁচল শহরে। শুক্রবার দুপুরে মালদার চাঁচল ২ নং ব্লকের নয়াটোলা এলাকা থেকে ওই বিষাক্ত মাকড়সাটি উদ্ধার হয়। পরে সেটি তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। 

জানা যায়, শুক্রবার দুপুরে চাঁচল ২ নং ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামের এক বাসিন্দা তথা পেশায় ব্যবসায়ী নরুল হকের বাড়ি থেকে ওই বিষাক্ত মাকড়সাটি উদ্ধার হয়। পরিবারের সদস্যরা রান্নার কাজ করার সময় ওই মাকড়সাটি দেখতে পান। মাকড়সাটি দেখে তাদের মনে এটি বিষাক্ত মাকড়সা ট্যারেন্টুলার আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মনে। ঘটনাটি জানা জানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নয়াটোলা এলাকায়। ঘটনার খবর দেওয়া হয় চাঁচল ১ নং বিডিও দপ্তরে। সেখান থেকে বন দপ্তরকে খবর দেওয়া হয়। পরে বন দপ্তরের কর্মীরা এসে মাকড়সাটি উদ্ধার করে নিয়ে যায়। যদিও এই মাকড়সাটি ট্যারেন্টুলা কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেন বন দপ্তরের কর্মীরা। 

এই বিষয়ে বাড়ির মালিক নরুল হক বলেন, বাড়ির পেছনে মড়া মহানন্দা নদী। নোংরা আবর্জনায় ভরে রয়েছে। সম্ভবত ওই সমস্ত এলাকা থেকেই ঘরের ভেতরে প্রবেশ করে থাকতে পরে বলে তিনি মনে করেন। তবে এই ঘটনায় তারা খুবই আতঙ্কে আছেন। ঘরে কেউ থাকতে চাইছে না।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/ByXvLhtAkdU